শাহ আলী তৌফিক রিপনকে ন্দুয়া, নেত্রকোনা
কেন্দুয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটি। নবগঠিত কমিটির সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব তার বক্তব্যে বলেন, “কেন্দুয়া প্রেসক্লাব মফস্বল সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং প্রেসক্লাবের অগ্রযাত্রায় নিজেকে সহযোগী হিসেবে রাখার অঙ্গীকার করেন।
নবগঠিত কমিটির সভাপতি সেকুল ইসলাম খান বলেন, “প্রেসক্লাবকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে সকল সদস্য এবং সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, ও পালাকার রাখাল বিশ্বাস। তিনি বলেন, “সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত গণমানুষের কল্যাণ। সাংবাদিকদের কলম হতে হবে সমাজ পরিবর্তনের হাতিয়ার।” তিনি সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন ও সমাজের সুষ্ঠু বিকাশের জন্য সবার প্রতি আহ্বান জানান।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং সর্বসাধারণের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
স্থান: কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়াম