জনতার দেশ ডেক্স:
পাকিস্তানের_পীর_সাইফুর_রহমানের_ইন্তেকাল
যিনি জীবনে ৭০ বার একটানা এতেকাফ, ৮২
বার ওমরাহ,৬৬ বা ৭০ বার লাগাতার হজ্ব এবং ১৫০০০ হাজারের বেশি অমুসলিম যাঁর হাতে মুসলমান হয়েছে, যিনি ৯০ বৎসর বয়সেও পবিত্র বুখারী শরিফের খেদমতে নিয়োজিত ছিলেন।
পাকিস্তানের শাইখুল হাদিস হযরতুল আল্লামা পীর সাইফুর রহমান সাহেব (রহঃ) ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
ইসলামের এক উজ্জল নক্ষত্রের বিদায়, আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফেরদৌসের আলা দারাজাত নসিব করুন, আমিন। ছুম্মা আমিন।