শাহ আলী তৌফিক রিপন
কেন্দুয়া,নেত্রকোনা।
কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান এবং কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলন কমিটির আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আশরাফ উদ্দিন ভূঁঞাসহ প্রেসক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
আলোচনা সভায় অতিথিরা কেন্দুয়া প্রেসক্লাবের গুরুত্ব ও সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোকপাত করেন। এছাড়াও প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত ব্যক্ত করা হয়।
সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়, যেখানে সভাপতি হিসেবে সেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হাই সেলিম নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে কেন্দুয়া প্রেসক্লাবের সকল সদস্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এই দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে কেন্দুয়া প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।