ডেক্স রিপোর্টঃ ( দৈনিক জনতার দেশ)
ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন জগতের আইকন দেশের একমাত্র National Motivation Speaker ওবায়দুর রহমান রবিন এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞানে একধাপ এগিয়ে গেলো
বাংলাদেশ আনসার ও ভিডিপির অফিসিয়াল লিজেন্ডরা।
যা ভবিষ্যতে তাদের কার্য়ক্রমকে আরো প্রসারিত করবে।
আধুনিক বিশ্বায়নের যুগে এই যুগোপযোগী সিদ্ধান্ত বাংলাদেশ প্যারা মিলিটারি বাহিনী তথ্য প্রযুক্তি জ্ঞানে
আরো স্মার্ট হিসাবে আত্ম প্রকাশ করবে বলে দেশবাসীর
ধারণা। বাংলাদেশ আনসার- ভিডিপি কন্টেন্ট ক্রিয়েশন কে তাদের অফিসিয়াল কোর্স হিসাবে যুক্ত করায় আনসার ভিডিপি মহাপরিচালক কে সাধুবাদ জানাতেই
হয়। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান
অফিস- আদালত গুরুত্বপূর্ণ সেক্টরে এমন ধরনের অফিসিয়াল কোর্স চালু করে তথ্য প্রযুক্তি সেবা নিশ্চিত করলে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে আমরাও
ডিজিটাল জাতি হিসাবে আত্ম প্রকাশ করতে পারবো
এতে কোন সন্দেহ নেই। কোর্স কো- অর্ডিনেটর ওবায়দুর রহমান রবিন কে জনতার দেশ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন জগতের পরিচিত
মুখ রবিন- রাফান কন্টেন্ট ক্রিয়েটর পেজ এর মাধ্যমে
সবাই তথ্য প্রযুক্তি জ্ঞানে আরো Skiilled & Advance হয়ে দেশ সেবায় আত্ম নিয়োগ কররবে
এমনটিই প্রত্যাশা দেশ বাসীর।