শিরোনাম :
নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল আগামী জুন ২০২৫ এর মধ্যে পিলখানায় ৫৭ সেনা অফিসার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে- অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস কলাপাড়ায় কৃষকদের অবস্হান ধর্মঘট ও স্মারক লিপি প্রদান
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

ভোলার মেঘনা-তেতুলিয়া নদী থেকে অবৈধ ভাবে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মোঃ আশিকুর রহমান সবুজ
স্টাফ রিপোর্টার ভোলা।

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ ভাবে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোলাবাসী। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন এর আয়োজন করেন ভোলা সদর উপজেলার বিএনপির আহবায়ক আসিফ আলতাফ।
মানববন্ধনে ভোলা সদর উপজেলার বিএনপির আহবায়ক আসিফ আলতাফ বলেন,প্রতিদিন বালু দস্যুরা মেঘনা থেকে নির্বিচারে বালু উত্তোল করার ফলে ভোলা শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে চলে এসেছে । বক্তারা অভিযোগ করেন মুন্সীগঞ্জের কুখ্যাত আওয়ামী লীগের খোকন ভোলার বালু ব্যবসায়ীদের পার্টনার। যারা এই বালু উত্তোলন করে তারা ভোলার দরবেশ। তাঁরা চোর ডাকাতের চেয়ে কম নয়।তাদের হাত থেকে ভোলাকে রক্ষা করতে হবে। গত ৬ মাসে বালু উত্তোলনের নামে কি হয়েছে তার জন্য একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করার দাবি জানান। প্রয়োজনে ভোলায় হরতাল ডাকার পাশাপাশি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বালি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবী জানান। একই সাথে এই অবৈধ বালু উত্তোলনের সাথে বিএনপির কেউ যদি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন বক্তারা বলেন, ভোলার মেঘনায় একটি নির্দিষ্ট পয়েন্টে বালু মহলের ইজারার সুযোগ নিয়ে একটি চক্র বিভিন্ন জায়গা থেকে অবৈধ ভাবে নির্বিচারে বালু উত্তোলন করে আসছে।
অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর তীরবর্তী ভোলা শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এতে বসতবাড়ির পাশাপাশি নদী তীরবর্তী ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শিগগিরই বালু তোলা বন্ধ করা না হলে আগামী বর্ষায় নদী রক্ষা বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।তারা দ্রুত বালু তোলা বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাই দ্রুত বালু মহল ইজারা বন্ধ করে দিয়ে ভোলা শহর কে রক্ষার দাবি জানান বক্তারা।
এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় বন্ধু জনপরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসককে কাছে প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপজেলা বিএনপি আহবায়ক আসিফ আলতফ, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category