মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে মো. আশিকুর রহমান হৃদয় নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। হৃদয়ের মাথা থেকে দুইটি গুলি অপসারণ করা হলেও একটি গুলি থেকে যায়। চিকিৎসার অভাবে গত ৪ এপ্রিল হৃদয় মৃত্যু বরণ করে।
আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিএনপি’র ( একাংশের) একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে হৃদয়ের বাড়ি পাঠানো হয়।
ওই প্রতিনিধি দল শহীদের কবর জিয়ারত করেন এবং হৃদয়ের পরিবারকে নগদ এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, বাউফল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মালেক খান, বাউফল উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, বাউফল উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ফিরোজ সহ স্থানীয় নেতৃবৃন্দ।