শাহ আলী তৌফিক রিপন, স্টাফ রিপোর্টার:
নেজন গ্রেপ্তারত্রকোণার কেন্দুয়া উপজেলার রেন্টিতলা বাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া মহাসড়কের পাশে অবস্থিত রেন্টিতলা বাজারে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জাহাঙ্গীর আলম (৪০), মো. লালন মিয়া (৪৫), মো. দুলাল মিয়া (৩৫), মো. আনিসুর রহমান (৫২), নজরুল ইসলাম (৫৯) এবং আক্কাছ আলী (৫৬)। তারা সকলেই রেন্টিতলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আনিছুল হকের দোকানের সামনে তাস দিয়ে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানকালে ৬ জন জুয়ারিকে হাতে-নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
নেত্রকোণা ডিবি পুলিশের (পশ্চিম) অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে প্রেরণ করা হয়েছে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রেন্টিতলা বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসানো হচ্ছিল। এই অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।