শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

মাদক ব্যবসায়ীর কাছে নরসিংদীতে পুলিশ কর্তৃক ৯৬ কেজি গাঁজা বিক্রির তথ্য প্রমাণ উদঘাটিত তদন্তে বেরিয়ে এসেছে ৬ পুলিশ সদস্যের নাম

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

জনতার দেশ রিপোর্ট ঃ

নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ৯৬ কেজি গাঁজা মালখানায় জমা না দিয়ে মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়ার অভিযোগ প্রমাণ হয়েছে জেলার ৬ পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে।

রবিবার (৬ এপ্রিল) নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল হান্নান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহ দীর্ঘ তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টে প্রাথমিকভাবে পুলিশের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।’

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন— নরসিংদীর ডিবি পরিদর্শক কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন, নরসিংদী সদর পুলিশ কোর্টের মালখানার অফিসার উপপরিদর্শক (এসআই) (নিরস্ত্র) মো. শামিনুর রহমান এবং এক নারী সদস্যসহ তিন কনস্টেবল।

পুলিশ সুপার হান্নান বলেন, ‘পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।’

প্রসঙ্গত, গত ৪ মার্চ নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে নরসিংদী ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজা আদালতের মালখানায় জমা না দিয়ে কিংবা ধ্বংস না করে মাদক বিক্রেতার নিকট বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠে নরসিংদী ডিবির পরিদর্শক কামরুজ্জামানসহ কয়েক পুলিশের বিরুদ্ধে।

ঘটনার ফ্ল্যাশ ব্যাকঃ ৯৬ কেজি গাঁজা বিক্রির অভিযোগ ছিল ২ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে

পরবর্তীতে ডিবি পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে প্রথমে নরসিংদী পুলিশ লাইনে ও পরে ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। ঘটনা খতিয়ে দেখতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তের জন্য ৩ দিন সময় বেধে দেয়া হয়েছিল। পরবর্তীতে তিনদিন অতিক্রান্ত হওয়ার পূর্বে আবেদনের মাধ্যমে তদন্তের সময় বৃদ্ধি করেন তদন্ত কর্মকর্তা। রোববার আনুষ্ঠানিক এতদিনের তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category