শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

ঈদের দিনে নরসিংদীতে তুচ্ছ ঘটনায় গলা কেটে জবাই করার চেষ্টা ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক (দৈনিক জনতার দেশ):তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে নরসিংদী পৌর শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে ৪ জনকে কুপিয়ে জখম দুবৃত্তরা। আহতদের ১ জনকে গলা কেটে জবাই করার চেষ্টা করে সন্ত্রাসি চক্রটি। ওই সময় তার গলার অর্ধেক অংশ কেটে ফেলে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসিরা দ্রুত পালিয়ে যায়।

পরে আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকৎসা শেষে মুমূর্ষ অবস্থায় ৪ জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় আইন শৃংখলা বাহিনির সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙ্গুল উদ্ধার করেন।

আজ সোমবার (৩১ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের প্রান কেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলো শহরের বানিয়ারছল এলাকার অটোর চালক রমজান মিয়া,তার ছেলে রিফাত, মুহিম ও সাঠিরপাড়া এলাকার ফয়সাল। এদের মধ্যে ফয়সালের গলা কেটে জবাই করার চেষ্টা করে সন্ত্রাসি চক্রের সদস্যরা। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত রিফাত জানিয়েছেন,অটো রিক্সা নিয়ে সে আর তার বাবা রমজান মিয়া যাত্রী নিয়ে বাসষ্ট্যান্ড যাচ্ছিল। অটো রিক্সাটি হেমেন্দ্র সাহার মোড়ে পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে তাদের অটোর ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সাথে অটো চালক রমজান মিয়ার কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মোটরসাইকেল চালক ও অটোচালকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।পরে মোটরসাইকেল চালক ফোন করে তার ক্যাডার বাহিনী নিয়ে আসে। ক্যাডার বাহিনী এসেই দা ছুরি চাপাতি দিয়ে এলোপাথারী অটোচালককে কুপাতে থাকে। ওই সময় তাদের বাঁচাতে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও কু পিয়ে জখম করে। উপযুপুরি ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন মাটিতে লুটিয়ে পরে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে ফয়সাল নামে একজনের গলা কেটে ফেলে মোটরসাইকেল আরোহীর ক্যাডার বাহিনি । তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় আইন শৃংখলা বাহিনির সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙ্গুল উদ্ধার করেন।

সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডা: অসিম কুমার সাহা জানিয়েছেন, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেড়া সহ মাল্টিপুল ইনজুরি নিয়ে ৪ জন হাসপাতালে এসেছে। এর মধ্যে ফয়সাল নামে এক জনের অবস্থা আশঙ্কা জনক। তার গলা কাটা ও বড় ক্ষত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৪ জনকেই ঢাকায় প্রেরন করা হয়েছে।

সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: এমদাদ হোসেন জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা। কারা এই ঘটনা সাথে জড়িত তাদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category