আনোয়ার হোসেন শাহীনঃ
ভিকটিম পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে,
উপজেলায় মাওহা ইউনিয়নে কড়েহা নুনাপাড়া গ্রামের রাজিব মিয়া (৩২) এর ৪ বছরের শিশু কন্যাকে ৬ মার্চ বৃহস্প্রতিবার দুপুর ২টা পাশর্বর্তি সিদ্দিক মিয়া তার বাড়ীর পাশে লাউ ক্ষেতে নিয়ে ধর্ষন করে। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটি চিকিৎসারত অবস্থা ধষির্তার বাবা রাজিব এর সাক্ষাৎকার ফেইসবুকে প্রচার হলে বিষয়টি জানাজানি হয়। ১২ মার্চ ধর্ষিতার বাবা রাজিব (৩২) বাদী হয়ে পার্শবর্তি মৃত আঃ রাশিদ এর পুত্র মোঃ সিদ্দিক মিয়া (৫৫) কে অভিযুক্ত করে
গৌরীপুর থানা অভিযোগ দায়ের করেন।
গৌরীপুর উপজেলার নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ধ’র্ষ’কের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকতের জানান। সন্তানের পিতা-মাতা এর বিচার চান।