মাহবুবুর রহমান খান:জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাবেক ডিসি ফারহানা কাউনাইনকে ওএসডি করা হয়েছে। তিনি নরসিংদীকে হীরক রাজার দেশে পরিণত করেছিলেন। লাল গালিচা ছাড়া তিনি কোন অনুষ্ঠানে যেতেন না৷ তার সময়ে বিএনপি জামাতের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। একজন সরকারি কর্মকর্তা হয়ে জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেছেন। দিনের ভোট মধ্যরাতে সম্পন্ন করেছেন। তিনি কিছু তেলবাজ সাংবাদিক পালতেন যারা সারাক্ষণ তার তোষামোদী করে বেড়াতো।
ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর অমানুষসিক নির্যাতন চালানো ফারহানা কাউনাইনকে ওএসডি করলেই চলবে না। তাকে অবিলম্বে চাকরিচ্যুত করে সকল অপকর্ম ও দূর্নীতির তদন্ত পূর্বক বিচারের আওতায় আনতে হবে।
প্রতিবেদক: সম্পাদক -প্রকাশক,দৈনিক জনতার দেশ।