সৈয়দ সুমন ( স্টাফ রিপোর্টার) : আনন্দপুরে নিজ মাকে কুপিয়ে হত্যা করল ছেলে!! পুলিশ আটক করেছে ঘাতক ছেলে কে।
আখাউড়া উপজেলার গাজির বাজার সংলগ্ন আনন্দপুর গ্রামে আনুমানিক আজ সকালে ৬ টায়র সময় নাসিমা বেগম নামে এক নারী কে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে মো. সিয়াম।
নিহত নাসিমা বেগম আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। এসময় মিজান মোল্লা মসজিদে নামাজে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
খুনী পুত্র সিয়াম কে আটক করেছে পুলিশ। সিয়াম প্রাথমিক ভাবে তার মাকে দা এবং চাহাইট দিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তবে সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা।