শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১২ই ফেব্রুয়ারি আয়োজিত ‘স্মরণে মননে হেলাল হাফিজ’ শীর্ষক অনুষ্ঠানে কবি হেলাল হাফিজকে সম্মান জানাতে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। কবির পরিবারের পক্ষ থেকে আয়োজকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী, যা সকলের মাঝে কবির প্রতি এক অনন্য ভালোবাসা ফুটিয়ে তুলেছে।
অনুষ্ঠানটি কেন্দুয়ার মনোরম পরিবেশে সবুজ বৃক্ষের ছায়ায় অনুষ্ঠিত হয়। কবির প্রতি অর্ঘ্য নিবেদন ও আলোচনা চলাকালে উপস্থিত সবাই জুতা খুলে অংশগ্রহণ করেন, যা ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। সবুজ পত্রপল্লবিত বটবৃক্ষের তলায় কবির প্রতি এই শ্রদ্ধা নিবেদন যেন প্রাকৃতিক পরিবেশে একধরনের পবিত্রতা এনে দেয়। উপস্থিত সকলের অনুভূতি ছিল গভীর ও নিবেদিতপ্রাণ, যা দেখে মনে হয়েছে কবি নিজেই যেন এক পবিত্র শহীদ মিনারে রূপান্তরিত হয়েছেন।
অনুষ্ঠানটির প্রধান আয়োজক ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান, যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক ভূঁইয়া বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন, যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, ইত্তেফাক ও দেশ টিভির জেলা প্রতিনিধি রহমান জীবন, ভোরের ডাকের প্রতিনিধি আবুল কাসেম আকন্দ, সাংবাদিক আশরাফুল আলম এবং ক্লাবের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ।
অনুষ্ঠানের নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন ক্লাবের বর্তমান সভাপতি আসাদুল করীম মামুন, শিক্ষক ও সাংবাদিক কামরুল ইসলাম পল্টু, শিক্ষক হিরণ এবং সাংবাদিক ও আইটি প্রশিক্ষক মনিরুজ্জামান রাফি। এই সকল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতার ফলে অনুষ্ঠানের পরিবেশ ছিল সুন্দর ও মুগ্ধকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া থানার অফিসার ইন-চার্জ এবং আরও অনেক অতিথি। উপস্থিত সকলেই কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা থেকে আগত কবি ও সাংবাদিকরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবি এনামুল হক পলাশ, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী এবং সাহিত্য সমাজ নেত্রকোণার সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী।
অনুষ্ঠানের প্রত্যেকটি অংশ ছিল নজরকাড়া এবং হৃদয়গ্রাহী। উপস্থিত সবাই কবির স্মৃতিকে শ্রদ্ধা জানান এবং তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় কেন্দুয়ার মিডিয়া ক্লাবের সভাপতি বাবু সমরেন্দ্র বিশ্বশর্মা, কবি ও গীতিকার রফিকুল হাসান ভান্ডারী, কবি জহিরুল হক এবং কবি ও শিক্ষক মাহাবুবা খান দীপান্বিতার প্রতি, যারা অনুষ্ঠানে বিশেষ অবদান রেখেছেন।
‘স্মরণে মননে হেলাল হাফিজ’ শীর্ষক এই অনুষ্ঠান কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে। এটি শুধু কবির প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং সমাজে সংস্কৃতি ও সাহিত্যের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন।