একটি দুর্ণীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে,সমাজ থেকে সকল অপকর্ম
সন্ত্রাস,চাঁদাবাজি,মাদক চোরাচালান নির্মূল করতে অপরাধী গ্রেফতারে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গত ৭২ ঘন্টায়
দেশ থেকে যত মাদক,চিহ্নিত অপরাধী গ্রেফতার হয়েছে
তা পুলিশ ভাইদের স্যালুট জানাতেই হয়।৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পুলিশের উপর
অনেক দোষ বদনাম চাপানোর শারীরিক নির্যাতন সহ
হত্যাকান্ডের মতো যে পাশবিকতা চালানো হয়েছে তা বর্ণনাতীত। পুলিশ ছাড়া আমরা কতটুকু অচল, অনিরাপদ বিগত দিনে তা হারে হারে টের পেয়েছি।পুলিশের চেইন অব কমান্ড তখন মুখ থুবড়ে পড়ায়
অপরাধী আরো সক্রিয় হয়ে ওঠে। সেই ভয়াবহ দিন
গুলোতে পুলিশ ছিল ঢাল – তলোয়ার বিহীন নিধিরাম
সর্দার। নিরস্ত্র পুলিশ কে দেখে অপরাধীরা রাস্তায় টিটকারি দেয়ার পাশাপাশি বাজে কমেন্টস করতে দেখা
গেছে। এখন সময় এসেছে ঘুরে দাড়ানোর।পুলিশ জনতা
ভাই ভাই অপরাধীর রক্ষা নাই। আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয় তারা এখন স্বাধীন,রাজনৈতিক
প্রভাব মুক্ত।তাদের কে দেশের আইন শৃঙ্খলা পরিস্হিতি
নিয়ন্ত্রণে সমাজের সকল পেশার মানুষ কে সহয়োগিতা
করতে হবে।চিহ্নিত অপরাধী সহ মাদক চোরাকারবারি
গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নরসিংদী জেলা
পুলিশ ঢাকা রেন্জে বিরল সাফল্য দেখিয়েছেন। নরসিংদির নবাগত পুলিশ সুপার এম,এ,হান্নান সাহেব
এর দিক নির্দেশনা এবং প্রশাসনিক হস্তক্ষেপের কারণেই
এই সফলতার ছোঁয়া বলে নরসিংদী পুলিশ প্রশাসন সূত্রে
জানা গেছে।তারই ধারাবাহিকতায় ডিবি,পুলিশের একটি
চৌকসদল গত ২৪ ঘন্টায় নরসিংদীর বিভিন্ এলাকা থেকে অসংখ্য অপরাধী,ইয়াবা টেবলেট সহ মাদকচোরাচালান ব্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হন।গভীর রাতে অপারেশন চলাকালে বেলাবো দড়িকান্দি
এলাকা থেকে ১২ বোতল বিদেশি হুইস্কি সহ জহিরুল ইসলাম ২১ পিতা- সিরাজ মিয়া,সাং কালিকাপুর,ভৈরব
এর এক মাদক চোরা কারবারি কে আটক করে পুলিশ।
মো: মাহবুবুর রহমান খান
সম্পাদক- প্রকাশক,দৈনিক
জনতার দেশ ও জনতার
দেশ মাল্টিমিডিয়া টিভি।