ক্রাইম রিপোর্টার: নরসিংদী নাগরিয়াকান্দি মুন রেস্টুরেন্টেে অ’সামাজিক কার্যকলাপের সময় জনতার হাতে ছেলে মেয়ে আটকের পর ঐ রেস্টুরেন্টে আগুন জ্বালিয়ে দেয় এলাকাবাসী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১.৪৫ মিনিটের সময় নরসিংদী সদর নাগরিয়াকান্দি ব্রীজের সাথের মুন রেস্টুরেন্টে এঘটনা ঘটে।
নরসিংদী সদরে দিনদিন নারীদের অসামাজিক কার্জকলাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ৪৫ ঊর্ধ্ব বয়সের মহিলারা বয়ফ্রেন্ড বানিয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়েছে। এরমধ্যে প্রাইমারী স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে কলেজের টিচার পর্যন্ত সম্পৃক্ত। কোথায় যাচ্ছে আমাদের নরসিংদীর নারী সমাজ। এক পাপাীয়ার নাম জানি আমরা কিন্তু এখন ঘরে ঘরে হাজারো পাপীয়া সৃষ্টি হয়েছে। তাও সম্ভ্রান্ত পরিবারের নারীরা। যাদের স্বামীর বয়স বেশি বৃদ্ধ হয়েছে গেছে তাদের স্ত্রীরা জুনিয়র ছেলেদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক ঘরে তুলেছে। বাদ পড়ছে না ব্রাহ্মন্দীর মতো নামীদামী আবাসিক এলাকার নারীরাও।