শিরোনাম :
নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল আগামী জুন ২০২৫ এর মধ্যে পিলখানায় ৫৭ সেনা অফিসার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে- অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস কলাপাড়ায় কৃষকদের অবস্হান ধর্মঘট ও স্মারক লিপি প্রদান
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন

কেন্দুয়া প্রেসক্লাবে নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের মতবিনিময় সভা

Reporter Name / ১৬১ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৪অক্টোবর) বৃষ্টিস্নাত সন্ধ্যায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও নাট্যকার বাবু রাখাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান ।

এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আব্দুল হাই সেলিম, সিনিয়র সদস্য মোঃ আশরাফ উদ্দিন ভূঁঞা, সাবেক সভাপতি সৈয়দ আলমগীর চৌধুরী প্রমুখ ।
এর আগে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সবার সহযোগিতায় সুন্দর ও মসৃণ কেন্দুয়া গড়ে তুলতে আইন শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর । এ ক্ষেত্রে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ । আমি যেনো দল মত নির্বিশেষে সবার সেবা নিশ্চিত করতে পারি, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি । তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং আমার জন্যে সবাই দোয়া করবেন যাতে পুলিশ প্রশাসনের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যেতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সহসভাপতি সুশীল কুমার পোদ্দার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সম্মানিত সদস্য আবু বকর ছিদ্দিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category