মহিপুরে তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাত করণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটায় ধরিত্রী প্রকল্প কারিতাস বাংলাদেশের আয়োজনে সাগর হলের মাঠ প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।
এ মেলায় ১০ টি স্টলে কেঁচো সার ব্যবহারের মাধ্যমে ওই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষি পন্য প্রদর্শন করা হয়। পরে প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী সহ কালিতাসের কর্মকর্তারা। সভায় বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।