শিরোনাম :
জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদ সই করেছে কিছু রাজনৈতিক দল -নাহিদ ইসলাম ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড একজন কমলদাশ গুপ্ত ও সংগীত ভুবন সংগীত জগতের বরেণ্য কণ্ঠ শিল্পী শাম্মী আকতার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান” আমিরগঞ্জ (রায়পুরা)হাসনাবাদ বাজারে দেড় কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গৌরীপুরে ডাক্তার মো: আব্দুস সেলিম এর উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে প্রশাস‌নিক কর্মকর্তা‌কে শোকজ রায়পুরা উপজেলায় ( নরসিংদী) বিএনপির সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা,
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

রায়পুরার ক্লিন ইমেজের রাজনীতিবিদ জামাল চৌধুরী ও মেয়র কুদ্দুসের বিরুদ্ধে অপপ্রচার। এলাকায় নিন্দার ঝড়।

Reporter Name / ৩৬৩ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রায়পুরা প্রতিনিধি:

সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নরসিংদী জেলার বর্ষীয়ান বিএনপি নেতৃবৃন্দ, ত্যাগী ও ক্লিন ইমেজের রাজনীতিকদের নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। আমরা রায়পুরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

যাদের নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে, তারা হলেন—

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং রায়পুরা উপজেলা বিএনপির সফল সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী – যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ৮৬ হাজার ভোট পেয়ে জনসমর্থনের প্রমাণ দিয়েছেন এবং বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন ক্লিন ইমেজের নির্লোভ রাজনীতিক।

রায়পুরা পৌরসভার সাবেক সফল মেয়র, সৎ, আদর্শবান জনপ্রিয় নেতা আব্দুল কুদ্দুস – যিনি দলীয় স্বার্থে নিবেদিত থেকে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান,এম এন জামান – যিনি সুদীর্ঘ সময় ধরে দলের জন্য নির্বিচারে কাজ করে আসছেন।

তারুণ্যের অহংকার, ক্লিন ইমেজের নেতা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হক মোহন – যিনি মাঠের রাজনীতিতে সক্রিয় থেকে দলের মূলধারার রাজনীতি চর্চা করছেন এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, এই নেতৃবৃন্দ কখনও বালু মহল, চাঁদাবাজি বা কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। বরং তারা সবসময় অনুপ্রবেশকারী, হাইব্রিড, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় অবস্থান নিয়ে মুখ খুলেছেন। আর তাতেই অস্বস্তিতে পড়ে একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। আরো নিন্দা জানান রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান যুবদলের সভাপতি আলতাফ উদ্দিন মিঠু ও ছাত্রদলের নেতৃবৃন্দ

আমরা এই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সকল সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্যের জয় হবেই, এবং প্রকৃত ত্যাগী নেতৃবৃন্দ দলের এবং জনগণের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবেন।

প্রতিবাদ কারী
মোঃ নাজমুল হক মোহন
যুগ্ম সম্পাদক
রায়পুরা উপজেলা বিএনপি, নরসিংদী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category