মোঃ আজিজুল হক
স্টাফ রিপোর্টার দৈনিক জনতার দেশ।
নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন। শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২০২৫ – ২৮ ত্রিবার্ষিক নির্বাহী পরিষদ নির্বাচনে সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক,সাংগঠনিক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্যসহ সতেরোটি পদের মধ্যে পনেরোটি পদের বিপরীতে লড়াই করেছেন বত্রিশ জন প্রার্থী। সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে দুলাল মোল্লা ব্যতিত অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সুত্রে জানাযায়, সহ সভাপতি পদে ৩টি পদে ৮ জন,সাধারণ সম্পাদক ১টি পদে ২জন, যুগ্ম সম্পাদক ২টি পদে ৪জন এবং নির্বাহী সদস্য ৯টি পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সদস্যদের সরাসরি ভোটে সহ সভাপতি পদে আবু ছালেহ চৌধুরী, চৌধুরী মোঃ ইয়াহিয়া ও পরেশ সূত্রধর, সাধারণ সম্পাদক পদে মোঃ নূরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাজমুল হক ভূঁইয়া ও মলয় কুমার বর্মণ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে এম. এ বাশার বাচ্চু, মোঃ কাজিম উদ্দিন, আঃ বাছেদ মিয়া, মোঃ রাসেল বিন হাসানাত, সলিমুল্লাহ ভূঁঞা, মোঃ আজহার উদ্দিন, মোঃ মাসুদুর রহমান মাসুদ ও শংকর লাল সাহা নির্বাচিত হয়েছেন।