স্টাফ রিপোর্টার : নেত্রকোণা -৩কেন্দুয়া-আটপাড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ জন প্রার্থী পারস্পরিক আস্থা সম্মান ও বিশ্বাস নিয়ে পরামর্শ মূলক ভাবে পথ চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মনোনয়ন প্রত্যাশী বিএনপির ৭ জন প্রার্থী (সেভেনস্টার) একত্রিত হওয়ায় দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সৈয়দ আলমগীর খসরুর বাসভবনে শনিবার সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেলওয়ার হোসেন ভূইয়া দুলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডি. জেড. এম হাসান বিন শফিক সোহাগ,যুক্তরাজ্য বিএনপি’র সদস্য মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিক,আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেল। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সৈয়দ আলমগীর খসরু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হাতেই ধানের শীষ তুলে দিবেন, যার হাতে মানায়। কিন্তু কিন্ত কেন্দুয়া -আটপাড়া আসনে ধানের শীষ কে কীভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া যায় এবং ভবিষ্যতে এলাকার সমস্যা সহ জনকল্যাণমূলক কাজ করা যায় সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এক মঞ্চে সাতজন প্রার্থীর ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনর্ব্যক্ত করায় কেন্দ্র আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানিয়ে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।
তথ্যসূত্র: বাংলাদেশ বুলেটিন
৩রা নভেম্বর, ২০২৫ খ্রি.