শোভাযাত্রা ও ফাতিহা পাঠ।
ঢাকা মহানগর প্রতিনিধি : ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব
ও গণসংহতি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে শহীদ
জিয়া উদ্যানে Master of Business Administration এর কেন্দ্রীয় সভাপতি এবং দেশনেত্রী বেগম খালেদা
জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর এর
নেতৃত্বে একটি শোভাযাত্রা মিছিলের আয়োজন করা
হয়। ড. সৈয়দ আলমগীর দিবসটির তাৎপর্য তুলে ধরে
উপস্হিত জনতার উদ্দেশ্যে গুরুত্ব পূর্ণ বক্তব্য প্রদান
শেষে সকল কে নিয়ে শহীদ জিয়ার মাজারে পুস্প স্তবক
অর্পণ শেষে তার বিদেহি আত্মার মাগফিরাত কামনায়
দোয়া ও ফাতিহা পাঠ করেন। ড. সৈয়দ আলমগীর
ঢাকাতে ৭ নভেম্বর উদযাপন করলেও তাঁর নির্দেশে
তাঁর কর্মি- সমর্থকগণ নিজ নির্বাচনি এলাকা কেন্দুয়া- আটপাড়াতে বিশাল আয়োজনের মাধ্যমে এই দিবসটি
পালন করেছেন বলে বিশ্বস্হ সূত্রে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে দলমত নির্বিশেষে তিনি একজন
আপাদমস্তক Gentle politician হিসাবে সমাদৃত।
বাংলাদেশে বিজনেস ডেভেলপমেন্ট থিওরির প্রবক্তা
আন্তর্জাতিক কর্পোরেট ব্যক্তিত্ব ড. সৈয়দ আলমগীর
এর জন্মের শেকড় নেত্রকোণা জেলাধীন কেন্দুয়া থানা।
একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে,উচ্চ শিক্ষিত
বনেদি পরিবারের সন্তান ড. সৈয়দ আলমগীর বেগম খালেদা জিয়ার খু্ব বিশ্বস্ত এবং স্নেহ ভাজন।তিনি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) থেকে একজন
মনোনয়ন প্রত্যাশী। ইদানিং কেন্দুয়া - আটপাড়াতে তাকে
নিয়ে বি,এনপি রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত
হতে চলেছে।ড. সৈয়দ আলমগীর কেন্দুয়া - আটপাড়াতে
নতুন প্রজন্মের কাছে একজন পলিটিক্যাল আইডল
হিসাবে বিবেচিত হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.