শাহ আলী তৌফিক রিপন
স্টাফ রিপোর্টার
কেন্দুয়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি’র ব্যানারে আজ ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি কেন্দুয়া উপজেলা কমিউনিটি হলে দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।
সভাপতিত্ব করেন কেন্দুয়া পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দুয়া পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মজনু খন্দকার, কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সঞ্জু রহমান ভূঁইয়া, যুবদলের সাবেক সভাপতি মোঃ ইয়াকুব আলী ভুঁইয়া জুয়েল, যুবদল কেন্দুয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান রিপন, মোস্তাফিজুর রহমান খান স্বপন, মোঃ সারোয়ার হোসেন খান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ এবং যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু।
প্রধান অতিথি মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল তার বক্তব্যে ভবিষ্যৎ দেশনেতা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, তারেক রহমানের দিকনির্দেশনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জাতীয় ঐক্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার উপরও জোর দেন এবং দেশের সামগ্রিক অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের অগ্রগতি ও জাতীয় সংহতির প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।