শোকাহত জনতার দেশ পরিবার
কষ্টের ফেরিওয়ালা
দ্রোহের কবি,প্রেমের কবি নেত্রকোণা তথা আটপাড়া উপজেলার কৃতি সন্তান বর্তমান প্রজন্মের প্রিয় কবি
হেলাল হাফিজ আর নেই।
এই যৌবনে – যুদ্ধ কিংবা মিছিল-
আর কোথাও তাকে যেতে হবে না।
নক্ষত্র ফিরে গেছে তাঁর আপন আলয়ে।
জনতার দেশ পরিবারের পক্ষ থেকে তার বিদেহি আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমার প্রিয়
কবি কে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।আমিন।
কৃতজ্ঞতায়:
মো: মাহবুবুর রহমানখান
সম্পাদক-প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ টিভি।