রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ
ঢাকার সাভার আশুলিয়া থেকে গরুভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত ২১ গরুর মধ্যে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি গরু ও দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে।আজ বুধবার দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার ছয়জনকে ঢাকার আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়াসহ ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তোফাজ্জল হোসেন ওরফে ভাঙ্গারী বাবু (২৮), কোরবান আলী (২৫), মো. আল আমিন শেখ (৩০), মো. শহিদুল (৩৬), আশুলিয়ার মো. সজিব (২১) ও শিবলু আহম্মেদ (২০)। এ ডাকাত দলের সর্দার পলাশ ও বাকি সদস্যরা এখনো পলাতক রয়েছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে রাজশাহীর সিটিহাট থেকে ট্রাকযোগে ২১টি গরু চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় আশুলিয়ার বলিভদ্র এলাকায় একদল ডাকাত গরুভর্তি ট্রাকের গতি রোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১টি গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
গরুর মালিক ও ট্রাকের মালিকের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর সাভার আশুলিয়া থানায়পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আশুলিয়া থানাধীন কলতাসূতি বাড়ল এলাকা থেকে দুজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। এ ছাড়া ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় আরও চারজন ডাকাত সদস্যকে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধার করা হয় পাশাপাশি লুণ্ঠিত ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি ট্রাক জব্দ করা হয়।
ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, এই চক্রের সর্দার পলাশসহ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ছাড়া লুট হওয়া বাকি গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.