“সাভারে দু’টি ফার্নেস ওয়েল কারখানার দেড় লক্ষ টাকা জরিমানা”
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকা।
সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে দু’টি কারখানায় অভিযান পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা ভ্রাম্যমান আদালত।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাভার সদর সার্কেল এস এম রাসেল ইসলাম নূর। অভিযানে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে মীমহা রিসাইক্লিং কারখানায় নগদ ১ লক্ষ টাকা এবং এস এস রিসাইক্লিং কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, ওই এলাকায় নামবিহীন এসব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। যার ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না।
এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোববার সকালে তিনি ওই এলাকার ২টি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে। এদিকে এলাকাবাসী এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে।