"সাভারের ৮ হত্যা মামলার আসামি ‘মামা জাকির’ গ্রেফতার"
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি জাকির হোসেন ওরফে মামা জাকিরকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোর্শেদ।এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।গ্রেফতার জাকির হোসেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগনে এবং ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। রাজিবের সমস্ত ব্যবসা ও সম্পদ দেখভালের দায়িত্ব ছিল এই জাকিরের কাছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পরপরই আত্মগোপনে চলে যান জাকির। এরপর তার বিরুদ্ধে অন্তত ৮টি হত্যা মামলা দায়ের হলে তাকে গ্রেফতারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এসআই মোহাম্মদ তানভীর মোর্শেদ বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেফতার করে আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। আজ তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.