👤রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের কয়েক শতাধিক পোশাক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছিলেন। পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়। কিন্তু কারখানা চালু হলে আবার শ্রমিকদের মেনে নেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ ভঙ্গ করে। সে কারণে ওই কর্মকর্তাদের অপসারণের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করেছেন।
কয়েক জন শ্রমিক এর সাথে কথোপকথনের জানা যায় যে শাহরিয়ার গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম নানান অভিযোগ প্রসঙ্গে একদফা এক দাবি পদত্যাগ চেয়ে রাস্তায় বন্ধ করে সড়ক অবরোধ করেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে প্রায় ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।পরিশেষে যৌথ বাহিনী শ্রমিকদের সাথে কথা বলে তাদের পুনরায় কারখানার গিয়ে কাজ করতে বলেন যৌথ বাহিনীরা।