গাংনী উপজেলায় সরকারি ডিগ্রি কলেজের অফিস হিসাব সহকারী রবিউল ইসলাম কে পিটিয়ে জখম করেছে। আজ বুধবার গাংনী সরকারি ডিগ্রি কলেজের সামনে তাকে পিটিয়ে এবং ইটের আঘাতে জখম করে।
গাংনী পৌর শহরের চৌগাছার আনসার আলীর ছেলে তরিকুল ইসলাম তাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেছেন রবিউল ইসলাম। আহত রবিউল ইসলাম গাংনী উপজেলার ৪ নং বামন্দী ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের অফিস হিসাব সহকারী হিসেবে কর্মরত।
স্থানীয় লোকজন জানান, অফিস হিসাব সহকারী রবিউল ইসলাম কলেজ গেটের বাইরে আসার পর তরিকুল এবং কয়েকজন যুবক তার পথ গতিরোধ করে খারাপ ভাষায় গালাগালি করে ও কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তরিকুল পড়ে থাকা রাস্তার ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যান। সংবাদ পেয়ে কলেজের শিক্ষকগন ও স্থানীয় ব্যাক্তিরা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেন।
রবিউল ইসলাম বলেন তার কোন শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারনে এই হামলা করা হয়েছে। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে রবিউল ইসলাম কোন অভিযোগ করবেন না বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.