কতটা মর্মান্তিক! মা বানরকে শিকার করার পর মুখে করে নিয়ে যাচ্ছে একটি চিতাবাঘ। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে ঝুলে আছে।
ঘটনাটি জাম্বিয়ার সাউথ লুয়াংওয়া জঙ্গলের। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের বিখ্যাত ফটোগ্রাফার ইগর আলতুনা।
ছবিটি আমাদের এই শিক্ষা দেয় যে, এই পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে মা, এমনকি মৃত্যুর পরও।
স্যালুট মা!
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.