আয়োজনে ছিল আল মাহির ফাউন্ডেশন।
রিপোর্টার: মোঃ মোস্তফা কামাল (শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর সংগঠন হিলফুল ফুজুল শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান২০২৪ । অনুষ্ঠানটির আয়োজক সংস্থা ছিল আল মাহির ফাউন্ডেশন। ২ নভেম্বর ,২০২৪ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় হাজী আয়েত আলী হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মহতি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ এবং এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল মাহির ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ আল মাসউদ।বিজয়ী সকল মেধাবী শিক্ষার্থীদের কে সনদপত্র ,ক্রেস্ট এবং মহামূল্যবান ইসলামিক বই প্রদান করে সম্মাননা করা হয়। শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা এবং স্কুল -কলেজের ৪৫০জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে করে ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল ইসলামিক চিন্তা চেতনা এবং হযরত মুহাম্মদ( সা) এর জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও আদর্শকে নিজের ধারণ করা । এ সম্পর্কে আল মাহির ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ আল মাসউদ বলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা যাতে তাদের জীবনকে গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাবে আল মাহির ফাউন্ডেশনে । তিনি আরো বলেন আগামী দিনগুলোতে সকলের সার্বিক সহযোগিতা পেলে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.