মোঃ মোস্তফা কামাল( শ্রীপুর উপজেলা প্রতিনিধি ,গাজীপুর )
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল সুলতান উদ্দিন স্মৃতি প্রকল্পের বৃত্তি পরীক্ষা ২০২৪। সুলতান উদ্দিন স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবছর এই আয়োজন করা হয়ে থাকে। ১৬ নভেম্বর ,২০২৪ ইং শনিবার সারাদিনব্যাপী দারুন উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে এই প্রকল্পের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা স্তরের প্রাথমিক ও মাধ্যমিক উভয় শাখা হতে মেধাবী শিক্ষার্থীগণ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণী থেকেই শিক্ষার্থীগণ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায়। শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলা এবং পার্শ্ববর্তী ভালুকা উপজেলা থেকে প্রায় ১৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯টি কেন্দ্রে প্রায় ছয় হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে একজন করে কেন্দ্র সচিব নিয়োগ করা হয় যাদের তত্ত্বাবধানে প্রত্যেকটি কেন্দ্রের পরীক্ষা অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বেশি পরিমাণে শিক্ষার্থী অংশগ্রহণ করায় সকাল- বিকাল দুই শীফ্টে এই পরীক্ষা নেওয়া হয়। সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান জনাব মোঃ সালাহ্ উদ্দিন আহমেদ মিলন এই দিন সবগুলো কেন্দ্র পরিদর্শন করেন। সাথে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ,প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিবর্গ। এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জনাব সালাউদ্দিন আহমেদ মিলন বলেন ,অত্র এলাকার শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং জ্ঞান চর্চায় এক ধাপ এগিয়ে নিতে ,তাদের মনের সুপ্ত মেধাকে বিকশিত করে তাদেরকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্কলারশিপ । ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই বৃত্তি প্রকল্প এবছর ৬ষ্ঠ বারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই দেওয়া হবে এবং মেধাবীদেরকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং এককালীন অর্থ পুরস্কার প্রদান করা হবে। শ্রীপুরে বৃহৎ এই স্কলারশিপ আয়োজনে শিক্ষার্থী,অভিভাবক , শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালকগণ আগ্রহ প্রকাশ করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন আহমেদ মিলন বলেন সকলের সার্বিক সহযোগিতা পেলে এই প্রকল্পের বৃত্তি পরীক্ষা ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজন করা হবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.