সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের আইডি টার্গেট করে থাকেন হ্যাকাররা। সুযোগ পেলেই হ্যাক করেন তাদের ফেসবুক, টুইটার কিংবা ইউটিউব চ্যানেল। এবার এমনটা হলো টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলীর স্বামী চলচ্চিত্র পরিচালক-প্রযোজক ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে রাজের।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ বলছে, ফেসবুকে রাজের তিনটি প্রোফাইল ছিল। তিনটিই হ্যাক করা হয়েছে। এরইমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে পরিচালক-বিধায়কের পক্ষ থেকে।
জানা গেছে, যে প্রোফাইলগুলো হ্যাক করা হয়েছে তার মধ্যে একটি রাজের ব্যক্তিগত প্রোফাইল অন্যটি ব্যক্তিগত পেজ। আরেকটি প্রযোজনা সংস্থার পেজ। এরপর থেকে রাজের পেজ আর ফেসবুকে দেখা যাচ্ছে না। প্রযোজনা সংস্থার পেজের স্ক্রিনশট পাওয়া গেছে। তাতে বিদেশি ভাষা।
বেশ কয়েকদিন ধরে রাজের প্রোফাইলে সমস্যা দেখা দিচ্ছিল। হ্যাক হতেই সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন পরিচালক। সেখান থেকে রাজের ফেসবুক উদ্ধারে চলছে জোর প্রচেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.