লুৎফুজ্জামান বাবর কে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর এমবিএ
শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনার মদন উপজেলার গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন প্রভাবশালী নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তার অসামান্য অবদান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর মনে চিরকালীন স্মৃতি হয়ে থাকবে। জাতীয় স্বার্থ রক্ষায় তার আপোষহীন মনোভাব ও কর্তব্যপরায়ণতা তাকে দেশপ্রেমিক এক নেতায় পরিণত করেছে। এ কারণে নেত্রকোনার জনগণের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়।
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি লাভ করলেও শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি বাবর ভাইকে ঢাকার গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল , এবং তাঁর সুস্থতার জন্য পরিবার ও দলের নেতাকর্মীরা উদ্বিগ্ন। নেতাকর্মীরা নিয়মিত তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিচ্ছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
এই সংকটময় মুহূর্তে বাবর ভাইকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নেত্রকোনার আরেক কৃতি সন্তান ড. সৈয়দ আলমগীর এমবিএ। তিনি বাবর ভাইয়ের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার পাশে থেকে সমর্থন জ্ঞাপন করেন। ড. সৈয়দ আলমগীর এমবিএ কেন্দুয়া ও নেত্রকোনার গর্বিত ব্যক্তিত্ব, যিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে অন্যতম। দলের প্রতি তার দৃঢ় আনুগত্য এবং বাবর ভাইয়ের প্রতি সহমর্মিতা নেতাকর্মীদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
বাবর ভাইয়ের অসুস্থতার খবর শুনে নেত্রকোনা ও কেন্দুয়াসহ সারাদেশের সাধারণ মানুষও মর্মাহত। তার দীর্ঘ রাজনৈতিক সেবা এবং দেশপ্রেমের কারণে নেত্রকোনার মানুষের হৃদয়ে তিনি স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। তার সুস্থতার জন্য সকলেই দোয়া ও প্রার্থনা করছেন।
লুৎফুজ্জামান বাবর একজন প্রতীকী নেতার নাম, যিনি জনগণের সেবা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন উৎসর্গ করেছেন। তার অসুস্থতা আমাদের সবার জন্য একটি দুঃখজনক খবর, তবে তার পাশে থেকে দল ও নেতাকর্মীদের সমর্থন তাকে শক্তি যোগাবে। তার দ্রুত সুস্থতা কামনা করে আমরা সবাই প্রার্থনা করছি, যেন তিনি শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.