লক্ষ্মীপুরের বাগবাড়ি এলাকায় অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলাকালে সিএনজিচালিত চালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফজলুল করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন– সোহেল হোসেন (৩৫), সোহাগ হোসেন (২৮), জহির উদ্দিন (৫৫), মহিউদ্দিন (৫০), ইছমাইল হোসেন (৩৫), মোশারেফ হোসেন (৩১), জিয়াউর রহমান বাবু (৩১), শিপন হোসেন (২৬), বেলাল হোসেন (৪৭), মিরাজ হোসেন(২১) ও মো. কামাল মোল্লা (৫০)।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ জানান, বুধবার দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের শহরের বাগবাড়ি এলাকায় ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় অটোরিকশা চালকরা। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়াসহ ৪ জন আহত হয়।
এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের সনাক্তের কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.