ফোরকানুল ইসলাম ,কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের উদ্যোগে মহিপুরে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজু্রা এলাকার আড়াইশ' মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
রোটারি ক্লাব ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের পলপি হ্যারিস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ৪৫ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১.২ মিলিয়ন সদস্য নিয়ে সমাজসেবামূলক কাজ পরিচালনা করছে। বাংলাদেশেও রয়েছে কয়েকশত রোটারি ক্লাব,যার মধ্যে ঢাকা ফোর্ট অন্যতম।এই ক্লাব আন্তর্জাতিকভাবে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে বন্যাকবলিত মানুষের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ, গর্ভবতী মায়েদের পুষ্টি সহায়তা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প।
মহিপুরে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের অন্যতম সদস্য কর্নেল (অব.) এনামুল হক, জাকির হোসেন ও আবু মানসুর উপস্থিত ছিলেন। তারা বলেন, "মানবতার সেবাই রোটারির প্রধান লক্ষ্য এবং এই ধরণের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.