রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবীতে কিশোরগঞ্জে মশাল মিছিল
কিশোরগঞ্জ থেকে আবদুল হালিম ।
আজ ২১ আগষ্ট সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে মশাল মিছিল অনুষ্ঠত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আয়োজনে মশাল মিছিলটি কিশোরগঞ্জ শহরের পুরানথানা হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে শহীদ আব্দুল্লাহ চত্তরে সমবেত হয়ে বক্তব্য প্রদানের মাধ্যমে মিছিল শেষ করে । রাষ্ট্রপতির বক্তব্য শেখ হাসিনার পদত্যাগের দালিলিকপত্র আমার কাছে নেই এর প্রেক্ষিতে মশাল মিছিলের ডাক দেয় কিশোরগঞ্জের ছাত্র জনতা। জনে জনে খবর দে, ফ্যাসিবাদের কবর দে স্লোগানে মুখরিত হয় শহর। সমাবেশে নেতৃত্ব দেয়, সাবাব, জায়ান, শিহাব, লুবাবা, অফি, ঝলক সহ অনেকে। মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রনেতারা বলেন হাজার হাজার ছাত্র জনতা ডেথ সার্টিফিকেটই শেখ হাসিনার পদত্যাগপত্র। এছাড়াও চুপ্পু একজন মিথ্যাবাদী, সে পাচ তারিখ বলেছিল শেখ হাসিনার তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। আজ তার বিপরীত কথা বলতেছে। বিপ্লবের জন্য পদত্যাগপত্রের কোন প্রয়োজন নাই এবং সন্ত্রাসী ছাত্রলীগকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, সন্ত্রাসী ছাত্রলীগের এই বাংলায় ঠাই হবে না, এদের দ্রুতই নিষিদ্ধ করতে হবে।