আনোয়ার হোসেন শাহীন ব্যরো চীফ ময়মনসিংহ ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ১১ অক্টোবর (শনিবার ) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামগোপাল পুর ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে আবৃত্তি ও মার্সাল আট ক্লাস অনুষ্টিত হয়।
রামগোপাল পুর পুজা মন্ডপে কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আনোয়ার হোসেন শাহীনের এর সভাপতিত্বে ও শিক্ষার্থী পুজা রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রামগোপালপুর পুজা মন্দির কমিটির সভাপতি সজল সরকার,মার্সাল আর্টের প্রশিক্ষক নারায়ন সরকার । অনুষ্টানে আবৃত্তি নাচ,গান পরিবেশন করেন কিশোের কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা।
মার্সাল আটের ক্লাশ এঅনুষ্টিত হয়
পিজেকে উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় ।
উল্লেখ্য, রাম গোপালপুর দৃষ্টিনন্দন পুজা মন্দির রাজবাড়ীর আঙ্গিনায় রাজা যোগেন্দ্র কিশোর রায় চৌধুরী ১৩০৫ বাংলা ১৮৯৮ ইংরেজী প্রতিষ্টা করেন।এবার ১২৭তম দেবী দূর্গার পুজা অনুষ্টিত হচ্ছে।পুজায় ৩ দিন ব্যাপি প্রসাদ বিতরসসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।