শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি
রমজানে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সুলভ মূল্যে নিশ্চিত করতে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার উপজেলাজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছেন। ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণির মানুষ যেন পণ্যের সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির শিকার না হয়, সে লক্ষ্যে তিনি বাজারগুলো নিয়মিত পরিদর্শন করছেন।
রমজানের প্রথম দিন ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার এবং দ্বিতীয় দিন সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে পরিদর্শনে যান ইউএনও ইমদাদুল হক তালুকদার। বাজার পরিদর্শনের সময় তিনি দোকানদারদের সঙ্গে সরাসরি আলোচনা করে ব্যবসায়ীদের কাছে মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং পণ্যের মজুদ বিষয়ে প্রতিশ্রুতি নেন।
ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “রমজান মাসে যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য পায়, সে জন্য আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। পণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
বাজার পরিদর্শনের সময় ইউএনও ব্যবসায়ীদের সতর্ক করে দেন, যেন কোনো অসাধু উপায়ে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করে। তিনি আরও বলেন, “অতিরিক্ত মুনাফার জন্য মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। সঠিকভাবে ব্যবসা পরিচালনা করুন, যাতে সবাই পবিত্র রমজান মাসসহ সারা বছর শান্তিতে কাটাতে পারে।”
ইউএনওর এই উদ্যোগে বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ক্রেতারা বলেন, প্রশাসনের এই তৎপরতা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে এবং রমজানে মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।
কেন্দুয়া উপজেলার এই মনিটরিং কার্যক্রমের ফলে স্থানীয় মানুষ আশা করছে, রমজানের পুরো মাস জুড়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো প্রকার সংকট তৈরি হবে না।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.