আনোয়ার হোসেন শাহীন ব্যুরো চীফ ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাাঁসির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর/২০২৪) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সাংবাদিক সমাবেশ বক্তরা বলেন, সাংবাদিক স্বপন ভদ্র, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিষ্পত্তি ও সারাদেশে সাংবাদিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হামলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ময়মনসিংহে যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান হোসাইন শাহীদ, যমুনা’র ক্যামেরাপার্সন ও কালবেলার প্রতিনিধি দেলোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক গাজী সাদেকের হামলার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।
বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্য্যনির্বাহী সদস্য সুপক রঞ্জন উকিল, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.