গোপালগঞ্জ সংবাদদাতা :
আবুল কালাম আজাদ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার (জীব বিজ্ঞান) বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২৭ অক্টোবর) সকালে কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছার বিরুদ্ধে নানান স্লোগানে বিক্ষোভ করে।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে, মেহেরুন্নেছা ম্যাডাম পাঠ্য বই না পড়িয়ে ক্লাসে গাইড দেখে পড়ান এবং শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন।
মেহেরুন্নেছা গত ১লা সেপ্টেম্বর এনটিআরসি নিয়োগে এ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি উপজেলার প্রভাকরদী গ্রামের আবু রায়হানের স্ত্রী।
সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, সকালে প্রতিদিনের ন্যায় ক্লাসের ঘন্টা পড়লে শিক্ষকরা ক্লাসে যান। এরপরই সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মেহেরুন্নেছা ম্যাডামের বিরুদ্ধে, গাইড দেখে পড়ানোর অভিযোগ এনে বিক্ষোভ করে।
প্রধান শিক্ষক জাকির হোসেন শরিফ জাকির হোসেন মুঠোফোনে বলেন, আমি জরুরি অফিসিয়াল কাজে স্কুলের বাহিরে আছি, স্কুলে না গিয়ে কিছু বলতে পারছি না।
অভিযুক্ত সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা বলেন, আমি দুই মাস পূর্বে এনটিআরসি নিয়োগে এ বিদ্যালয়ে যোগদান করেছি। প্রথম দিন থেকেই পাঠ্য বই দেখে পড়াই, তবে দুই /তিন দিন যাবত সহকারী প্রধান শিক্ষক কামরুল স্যারের চাপে পড়ে গাইড দেখে পড়াইতেছি।
মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন বলেন, আমি এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নিবো।
আবুল কালাম আজাদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.