মাদারীপুর শিবচর হাইওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় ২শিক্ষার্থীর মৃত্যু; আহত ১
মোঃ রিফাত ইসলাম মৃধা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর বন্দোরখোলায় পার্থ শীল (২০) ও অনয় দাস (২০) নামে ২ জন কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। এছাড়া সীমান্ত নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত — পার্থ শীল (২০) উপজেলার পাঁচ্চর এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং অনয় দাস (২০) পাঁচ্চর গোলয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে । তারা ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীই দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। ক্লাস শেষে মোটরসাইকেলে করে ৩ জন বন্ধু বাড়ি ফিরছিলেন। তাঁরা বন্দরখোলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, কলেজ থেকে ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পার্থ ও অনয়। পথে যাত্রীছাউনির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মোঃ রিফাত ইসলাম মৃধা
(মাদারীপুর)
01711960256
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.