মনোহরদি থেকে বিশ্বজিৎ: মনোহরদি থানা সূত্রে জানা গেছে গত ৪৮ ঘন্টার ব্যবধানে মনোহরদি থানা পুলিশ
শিবপুর উপজেলার মোঃ মামুন মিয়া (৩৬)পিতা- মমতাজ উদ্দিন, -আশ্রাফপুর, শিবপুর, নরসিংদী এবং তার সহযোগী মোঃ আজম খান ২৫ পিতা মৃত দেলোয়ার হোসেন খান মিন্টু, সাং- আশ্রাফপুর, শিবপুর, নরসিংদী, মনোহরদী থানা পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি পিস্তল , গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
বর্তমানে আটককৃত ব্যক্তিদ্বয় মনোহরদী থানা পুলিশের হেফাজতে আছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.