“সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি)।
বুধবার ( ২ অক্টোবর ) বিকেলে মনোহরদী বাজার বাইপাস রোডে দি হাঙার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় (টিএইচপি) পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী শাখা এই মানববন্ধন ও প্রচারপত্র বিতরণের আয়োজন করে।
পিএফজি মনোহরদী শাখার কো-অর্ডিনেটর গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন এম্বেসেডর সাইদুর রহমান তছলিম, আরিফুল ইসলাম ভূইয়া, এমদাদুল হক টিটু, নারী নেত্রী জুলেখা আফরোজ বন্যা, সদস্য সদস্য সঞ্জন কুমার রায়, মো. আলমগীর কবির আলম, সরকার মোঃ ফারুক হোসেন, মাসুদুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম শিকদার, বিএনপি নেতা ফারুক আকন্দ, আব্দুল্লাহ আল মামুন, শফিকুল সোহেল প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, “অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখান করা। নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না “তুলে ধরে বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। অহিংস নীতিতে উদ্বুদ্ধ হয়েই সবাইকে রাজনৈতিক, সামাজিকসহ দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
মানববন্ধনে পিএফজি সদস্য ছাড়াও সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে পিএফজির কর্মীবৃন্দ স্থানীয় মানুষের মাঝে ‘সহিংসংতাকে না বলুন’ শীর্ষক প্রচারপত্র বিলি করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.