শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখার দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে মদন উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এবং বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্দেশে উপজেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে কর্মকর্তারা দাবি করেন, এনআইডি সেবা যেন নির্বাচন কমিশনের অধীনে থেকে পরিচালিত হয়, যা জনসেবা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। বক্তারা আরও বলেন, এনআইডি সেবার মাধ্যমে জনগণের সঙ্গে নির্বাচন কমিশনের সরাসরি সম্পর্ক রয়েছে, এবং এই সেবার মাধ্যমেই জনস্বার্থ সংরক্ষিত হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অন্ত কাপুর বিপুলসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। তারা সবাই একযোগে এনআইডি সেবা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখার দাবি জানান এবং সেবার মান বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সারা দেশের মতো নেত্রকোণার মদন উপজেলাতেও এনআইডি সেবা জনগণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়, এবং এ ধরনের আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্টদের দাবির প্রতি সচেতনতা বাড়ানোর পাশাপাশি সেবা উন্নয়নে অবদান রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.