👤মোঃ সবুজ স্টাফ রিপোর্টার ভোলা
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পৌরসভার ওয়েষ্টার্ন পাড়া ০৫ নং ওয়ার্ডস্থ হাসমুতুল্লাহ জামে মসজিদের মাঠের মধ্যে ফাঁকা জায়গা থেকে ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৫,৯৪০/-টাকা এবং ০১টি মোবাইল ফোনসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ (২৮), পিতা-মোঃ কবির হোসেন মহুরী, মাতা-জোসনা বেগম, সাং-জামিরালতা, ০৬ নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলাকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।