স্টাফ রিপোর্টার!!
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ, দ্রুত গণতন্ত্রের পথচলা নিশ্চিত করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপির সমাবেশে সফল করার লক্ষ্যে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দল বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
জেলা সেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ,সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল,সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মনির,জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওমর ফারুক, আশ্রাফ উদ্দিন বাপ্পি, সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশীদ সুমন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল মোল্লা, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক নজরুল কাজী, ফারুক দেওয়ান, আকবর কমান্ডার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।