স্টাফ রিপোর্টার
মোঃ আশিকুর রহমান সবুজ
ভোলায় দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে মনসুর আলম এক সাংবাদিকের কাছ থেকে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিকের মাথা ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে ভোলা থানার ওসি মোঃ হাসনাইন পারভেজ আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গিয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার আলীনগর ৩ নং ওয়ার্ডের ছিফলি গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। সাংবাদিক মনসুর আলম টেলিভিশন “চ্যানেল এস” এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি। এছাড়া তিনি ভোলা জেলা শহরে অবস্থিত ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার নামের একটি ডায়াগনস্টিক কাম হাসপাতালের মালিক এবং চেয়ারম্যান।
আহত মনসুর আলম জানান, আজ রাত আনুমানিক আটটার দিকে তার হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য নগদ দশ লক্ষ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীদের একজনের গায়ের জ্যাকেট সাংবাদিকের হাতে চলে আসে এবং পরে পিছন থেকে প্যান্ট ধরতে গিয়ে মানিব্যাগ সাংবাদিকের হাতে চলে আসে। এদিকে সাংবাদিকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা সাংবাদিকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই মানিব্যাগের ভিতর একটি পরিচয়পত্র, সেনবাহিনীর পোষাক পরা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ক্যাডিটকার্ড, চাকরির পরিচয়পত্রসহ আরও কিছু কাগজপত্র পাওয়া যায়। এতে দেখা যায় নাম আনোয়ার হোসেন, পিতা আব্দুল ওদুদ, গ্রাম: ছোটআলগী, ভোলা সদর ভোলা। তিনি চট্রগ্রাম সেনানিবাসের একজন সৈনিক। মাসিক বাইরে যাওয়ার অনুমতিপত্রও ওই মানিব্যাগে পাওয়া যায়। এ বিষয়ে ভোলা থানার ওসি হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.