স্টাফ রিপোর্টার।।
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা এবং নগদ ৪ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মুন্সিরচর, গুইংগারহাট, উকিলপাড়া ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—মো. রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মো. লিটন (৫২), মো. মাহাবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অস্ত্র ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.