স্টাফ রিপোর্টার।।
ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে
শশুড়বাড়ি এলাকায় ১৯ কেজি গাঁজাসহ মিতু আক্তার নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো: তাজীব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিতুর বাড়ি দৌলতখান উপজেলায়। তার শশুড়বাড়ি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় একজন মাদক কারবারি। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে ট্রাভেল ব্যাগে করে ফেনী থেকে ১৯ কেজি গাঁজা নিয়ে তিনি ভোলায় তার শশুড়বাড়ি এলাকায় আসেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) তাজীব উদ্দিন বলেন, মিতু একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে মিতুকে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার কাছে থাকা দুটি ট্রাভেল ব্যাগে এসব গাঁজা পাওয়া যায়। এসব মাদক তিনি ফেনী থেকে ভোলায় নিয়ে আসেন।