স্টাফ রিপোর্টার!!
বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন এলাকায় আবাসন প্রকল্পের সাথে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক কারবারীদের হামলায় বোরহানউদ্দিন থানা পুলিশের এ.এস. আই কামরুল গুরুতর আহত হয়েছে। স্থানীয় মাদক কারবারি আকবারসহ অজ্ঞাত প্রয় ২৫ জন হামলা চালায় পুলিশের উপর। মঙ্গলবার (৪ ই মার্চ) আনুমানিক সন্ধ্যা ৭ টায় হামলার ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানাযায়, মাদকের ডিলার আকবার এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। মাদকসহ মাদককারবারী আকবারকে আটক করলে পুলিশকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় মাদক কারবারি আকবার শিরাজ, লোকমান ও আল আমিনসহ মাদকের একটি চক্র। এসময় গুরুতর আহত অবস্থায় বোরহানউদ্দিন থানার এএসআই কামরুলকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, কাচিয়া ইউনিয়নে মাদকের ছড়াছড়ি চলছে। কালিরহাট বাজার এলাকায় মাদক কারবারি ও জ্বীন প্রতারক চক্রের প্রধান আল আমিনসহ আকবারের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে পিটিয়ে গুরুতর জখম করে পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যায় মাদক কারবারী আকবার ও মাদক কারবারির পুরো চক্রটি।
কাচিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রশাসনের চিরুনি অভিযান করার দাবী জানান স্থানীয় সাধারণ মানুষ।
এরিপোর্ট লেখা পর্যন্ত মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থানা পুলিশ।
ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। কোন মাদককারবারীকে ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের পরিবারকেও আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.